<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। অভিযানের প্রথম দিনে সারা দেশের বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক ট্রাক এবং ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিদপ্তর ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে। জরিমানা করা হয় ২৬টি প্রতিষ্ঠানকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। এ ছাড়া ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরদিকে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে। প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ নেবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রবিবার রাজধানীর গুলশান, ভাটারা এলাকায় দেখা যায়, সব দোকানেই পলিথিন ব্যবহার করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এসব পলিথিন আগের কেনা। যেগুলো এখন ব্যবহার করা হচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাটারার ছায়েদ আলী সুপারমার্কেটের প্লাস্টিকের সব ধরনের পণ্য বিক্রি করে ওয়ানটাইম প্যাকেজিং স্টোর। এই দোকানের বিক্রেতা ইমন শেখ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পলিথিন বেচতে ভয় লাগে। প্রশাসনের লোকজন, পলিথিন যে বেচে তার কাছ থেকে সব নিয়ে যাচ্ছে। আমরা আগেরগুলো বিক্রি করে দোকান খালি করছি। নতুন করে আর নিয়ে আসছি না। দোকানে যা আছে, সব আগের। কম্পানি থেকে নতুন করে আর পাইনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযান সম্পর্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সব জায়গাতেই অভিযান চালাচ্ছি। সেভাবেই আমাদের পরিকল্পনা করা হয়েছে। এটা অব্যাহত থাকবে। এখানে সবার সহযোগিতা দরকার। শুধু মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর চেষ্টা করে থামানো কঠিন হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, পলিথিনের বিকল্প নিয়ে সরকার পর্যাপ্ত ভাবছে। এখন আমরা সামনে থেকে বিষ সরিয়ে দিচ্ছি। এটা সরিয়ে দেওয়ার ফলে স্বয়ংক্রিয়ভাবেই বিকল্প তৈরি হয়ে যাবে। আর সরকারের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা করা হচ্ছেই। যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগের প্রতি সরকার আন্তরিক। আমার-আপনার বাড়িতেও কিন্তু পরিবেশবান্ধব দু-একটা ব্যাগ আছে। সেগুলো নিয়েও কিন্তু আমরা বাজারে যেতে পারি। সুপারশপগুলো কিন্তু বিকল্প নিয়ে এসেছে। এখন খোলাবাজারে পলিথিন নির্মূলে একটু সময় লাগবে।</span></span></span></span></p>