<p>মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২৪ বাংলাদেশিসহ ৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর আশপাশে এই অভিযান চালায় ফেডারেল টেরিটরির মালয়েশিয়ান অভিবাসন বিভাগ (জিআইএম)।</p> <p>অভিযানের বিষয়ে কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযানের সময় ১৫০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তাঁদের মধ্যে ৭১ জন মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। এ জন্য তাঁদের আটক করা হয়েছে।</p> <p>ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ আরো বলেন, ‘এই ৭১ জনের মধ্যে ৩০ জন মায়ানমারের, ২৪ জন বাংলাদেশের, আটজন নেপালের, সাতজন ইন্দোনেশিয়ার ও একজন করে থাইল্যান্ড এবং পাকিস্তানের নাগরিক রয়েছে। অভিবাসন আইন লঙ্ঘনের অপরাধে এই অবৈধ অভিবাসীদের ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা, পাঁচ বছরের বেশি কারাদণ্ড ও বেত্রাঘাত সাজায় দণ্ডিত হতে পারেন। আটক বিদেশিদের সুরক্ষার সঙ্গে জড়িত পক্ষগুলো, নিয়োগ কর্তা বা অন্য কেউ হোক না কেন, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা বজায় রাখার জন্য আপস ছাড়াই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জিআইএম সব সময় অভিবাসন আইন প্রয়োগ করে নিয়মিত এনফোর্সমেন্ট অপারেশন চালাবে।’</p> <p> </p>