<p>বাংলাদেশি জেলেদের ১৭টি নৌকা ও জাল এখনো ফিরিয়ে দেয়নি মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। অপহরণের তিন দিন পর গত বৃহস্পতিবার বিকেলে ওই জেলেদের বিজিবির হাতে হস্তান্তর করে আরাকান আর্মি।</p> <p>বাংলাদেশ থেকে যাওয়া দুটি নৌকায় বিজিবির মাধ্যমে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরেন। পরে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।</p> <p>গত সোমবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১৭টি নৌকায় ২০ মাঝিমাল্লাকে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি।</p> <p>জেলেদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফে দায়িত্বরত বিজিবি-২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জেলেদের নৌকা ও জাল ফেরত না দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা এ বিষয়ে কথা বলছি।’</p> <p>মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বঙ্গোপসাগরের নাফ নদে মাছ শিকারের সময় বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের পানিসীমার নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢুকে পড়েন বাংলাদেশি জেলেরা। ওই সময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করি। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে জেলেদের ফেরত আনা হয়েছে।’</p> <p> </p> <p> </p>