<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-পূর্বাঞ্চলীয়</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাজ্য ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারীরা হলেন সাতক্ষীরার হাসনা হেনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, নড়াইলের কুলসুম বেগম ও চট্টগ্রামের স্বপ্না আক্তার। রেলওয়ে পুলিশ জানায়, ওই তিন নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় অনুপ্রবেশ করেন। এরপর আগরতলায় পৌঁছান। সেখান থেকে ট্রেনে চড়ে ভারতের অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। অভিযানে নেতৃত্ব দেয় রেলওয়ে পুলিশ জিআরপি, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরপিএফ। সূত্র : এএনআই</span></span></span></span></p>