<p>সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। ১১ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে হামলায় হতাহতের ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।</p> <p>গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবীব ও সাবেক হেফাজত নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক। অভিযোগ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান কালের কণ্ঠকে বলেন, ‘অভিযোগটি আমরা যাচাই-বাছাই করছি। এরপর তা তদন্ত সংস্থায় পাঠিয়ে দেব।’ হেফাজতে ইসলামের কর্মসূচিতে হামলায় হতাহতের ঘটনায় এখন পর্যন্ত প্রসিকিউশনে দুটি অভিযোগ জমা পড়েছে বলে জানান প্রসিকিউটর নোমান। গত ২০ আগস্ট শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দিয়েছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হারুন ইজহার চৌধুরী।  অভিযুক্তদের মধ্যে রয়েছে শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, ড. আব্দুর রাজ্জাক প্রমুখ।</p>