<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর জামালপুরের দেওয়ানগঞ্জে আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জিল বাংলা সুগার মিলের চিনির উৎপাদন বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ২০২০ সালে সারা দেশের ছয়টি চিনিকল বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বাকি ৯টি মিল চালু রাখলেও সার, বীজ, কীটনাশকসহ সব উপকরণ সরবরাহ বন্ধ করে দেয় সরকার। এতে আখ চাষিদের মনোবল ভেঙে গেলে চাষিরা মিল থেকে মুখ ফিরিয়ে নেন। এতে পরবর্তী কয়েক বছর আখের উৎপাদন হ্রাস পায়। তবে এ বছর ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চার হাজার ২০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছর এই মিলে ৪৫ হাজার টন আখ মাড়াই করে দুই হাজার ৭১৭  টন চিনি উৎপাদন করা হয়। তবে এর আগে ২০২২-২৩ অর্থবছরে ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হয়। গত দুই বছরে আখের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে প্রতি মণ আখের মূল্য ২৪০ টাকা, যেটি গত বছর ছিল ২২০ টাকা। সব কিছু ঠিকঠাক থাকলে গত বছরের তুলনায় এই মাড়াই মৌসুমে ১৫ মেট্রিক টন বেশি চিনি উৎপন্ন হবে। এবার ৫২ কোটি ৫০ লাখ টাকার চিনি বিক্রির আশাবাদ ব্যক্ত করেছে মিল কর্তৃপক্ষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাহাদুরাবাদ ইউনিয়নের আখ চাষি আনারুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি জীবনে কোনো দিন আখের চাষ করিনি, আখের মূল্যবৃদ্ধি করায় এবার আখ রোপণ করেছি। আশা করছি ভালো টাকা হাতে পাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিনিকলটির ডিজিএম (সম্প্রসারণ) মো. আলাউদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আখ রোপণে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের বিভিন্ন উপকরণ সামগ্রী এবং ভর্তুকি আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোশাররফ হোসেন জানান, আগামী ৬ ডিসেম্বর মিল চালু হয়ে ৭০ দিনের মতো মিল চলবে। মিল যদি ১০০ থেকে ১২০ দিন চালানো যায়, তবে একে লাভজনক করা সম্ভব হবে।</span></span></span></span></p>