<p>চট্টগ্রামে বিজয় মেলা জমে উঠেছে। প্রথম দুই দিনের তুলনায় গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল। আয়োজকরা আশা করছেন, আগামী সোমবার মহান বিজয় দিবস পর্যন্ত বিজয় মেলায় এ রকম ভিড় থাকতে পারে।</p> <p>চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বিজয়ের মাসে নগরীর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা হয়ে আসছে। এর আগে সার্কিট হাউস মাঠে বিজয় মেলার আয়োজন করা হয়েছিল। গত বছর চট্টগ্রামে বিজয় মেলা অনুষ্ঠিত হয়নি। এবারের বিজয় মেলা পুরনো সার্কিট হাউস মাঠে আয়োজন করা হয়েছে। গত বুধবার সকালে ছয় দিনের মেলা শুরু হয়।   প্রথম দুই দিন বিকেল থেকে মানুষের ভিড় থাকলেও গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সকাল থেকে মেলায় লোকজন আসতে শুরু করে। বিকেলের আগেই বিজয় মেলায় হাঁটার জো নেই। ভিড়ের কারণে প্রবেশপথে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এদিকে মেলা ঘিরে ভিড়ের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। মেলা প্রাঙ্গণ পেরিয়ে আশপাশের সড়ক ও ফুটপাতেও অনেকে দোকান সাজিয়ে বসেছেন। সর্বত্র চলছে বেচাকেনা। নগরের চকবাজার থেকে আসা আশরাফ হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘আমাদের পরিবারের সবাই মেলায় এসেছি। মেলা ঘুরে দেখব এবং কিছু কেনাকাটা করব। খুব ভালো লাগছে।’ জসিম নামের এক বিক্রেতা বলেন, ‘গত বছর মেলা না হওয়ায় আমাদের ক্ষতি হয়েছে। গৃহস্থালি সামগ্রী কিনতে অনেকে আসছেন। আজকে (গতকাল) বিক্রি খুব ভালো। আশা করি আগামী তিন দিনও ভালো বিক্রি হবে।’ </p> <p>মেলায় মাটির জিনিস, কুটির শিল্প, হাঁড়ি-পাতিল, খেলনা, ওড়না, সালোয়ার-কামিজ, চুড়ি, ইমিটেশনের গয়না, ব্লেজার, শীতের পোশাকসহ বিভিন্ন ধরনের সামগ্রীর শতাধিক স্টল রয়েছে।</p>