<p>গাজীপুরের শিববাড়ী বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার পথে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের যাত্রা শুরু হতে যাচ্ছে। আজ রবিবার এর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুরুতে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল করবে। শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তী সময়ে বাড়ানো হবে।</p> <p> </p> <p> </p>