<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের টেকনাফে দুর্ঘটনাকবলিত পর্যটকবাহী জাহাজে যৌথ বাহিনীর সঙ্গে অভিযান চালিয়ে ৭২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর বিকেল ৪টার দিকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমভি গ্রিন লাইন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সেন্ট মার্টিন থেকে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায়। জাহাজটি টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়ায় চরে আটকে যায়। সংবাদ পেয়ে কোস্ট গার্ডের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করে।</span></span></span></span></span></p>