<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই গণহত্যার বিচারের দাবিসহ পাঁচ দফা দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট। পরে পুলিশি বাধায় সাকুরা বারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর ও শাহবাগ হয়ে সাকুরা বারের সামনে এলে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। এ সময় পাঁচ মিনিটের মতো পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। এরপর তাঁরা রাজসিক ভাস্কর্যের পাশে বসে পড়েন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে সমাপনী বক্তব্যে ছাত্রজোটের আহ্বায়ক সালমান সিদ্দিকী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্টের পর জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যাকারীদের গ্রেপ্তার না করে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সরাসরি জড়িত ওবায়দুল কাদেরসহ অনেককে পালিয়ে যেতে আমরা দেখেছি। শেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া সবাইকে ফিরিয়ে এনে গণহত্যার বিচার করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনের পরে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তির আস্ফাালন আমরা দেখতে পাচ্ছি। সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা ভেবেছিলাম, সরকার মানুষের ভাতের রাজনীতি করবে, কিন্তু তারা অন্যায্য ভ্যাট আরোপ করছে। আমরা অবিলম্বে তা প্রত্যাহার চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতান্ত্রিক ছাত্রজোটের দাবিগুলো হলো জুলাই গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা ও আহতদের সুচিকিৎসা-পুনর্বাসন নিশ্চিত করা; সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ও বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা; শ্রমিক হত্যার বিচার করা ও শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া; ভারত-যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী দেশগুলোর সঙ্গে করা দেশবিরোধী সব চুক্তি প্রকাশ ও বাতিল করা; পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।</span></span></span></span></p>