বাগেরহাটে প্রথমবারের মতো বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ‘যুক্তির আলোয় মুক্তির জয়গান’ স্লোগানে গত শুক্রবার বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে প্রথম জেলা বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। উৎসবের শুরুতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উৎসবস্থলে এসে শেষ হয়।
বাগেরহাট জেলার ৯টি উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সংগঠকসহ পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে উৎসবস্থল মিলনমেলায় পরিণত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) চেয়ারম্যান এ কে এম শোয়েব উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মো. মহিদুল ইসলাম। বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি প্রথম বাগেরহাট জেলা বিতর্ক উৎসব কমিটির আহ্বায়ক এস কে এ হাছিবের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সদস্যসচিব সেখ সাকির হোসেন, আবিদা সুলতানা, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সরদার ইনজামামুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাপরিচালক লায়ন এম আলমগীর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের সিএসও শাহ্ জামাল এবং বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাসুদুর রহমান।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) বাগেরহাট জেলা শাখা এই বিতর্ক উৎসবের আয়োজন করে।