বাংলাদেশ ব্যাংকে সম্পদের সন্ধান

এস কে সুরের নিজস্ব ভল্টে হাত দিতে নিষেধাজ্ঞা

জয়নাল আবেদীন
জয়নাল আবেদীন
শেয়ার
এস কে সুরের নিজস্ব ভল্টে হাত দিতে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) ব্যক্তিগত গোপন ভল্ট অবরুদ্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনদুদক। আদালতের অনুমতি সাপেক্ষে সেই ভল্টে অভিযান চালানো হবে বলে জানা গেছে। এ সপ্তাহের মধ্যেই এই অভিযান পরিচালিত হতে পারে বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত একাধিক সূত্র।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সবার জন্য প্রধান কার্যালয়ে লকারের ব্যবস্থা রয়েছে।

সেই লকারে দামি সম্পদগুলো সংরক্ষণ করেন কর্মকর্তারা। তবে বেশির ভাগ কর্মকর্তাই এই লকার ব্যবহার করেন না। এখানে রেজিস্টার ফলো করা হয়। রেজিস্টারে নাম এবং পরিমাণ লিখে সম্পদ সংরক্ষণ ও উত্তোলন করা যায়।
এরই মধ্যে দুদক বাংলাদেশ ব্যাংক বরাবর একটি চিঠি পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকে এস কে সুরের নিজস্ব ভল্টে দামি অলংকার থাকতে পারে। তাই তাঁর লকার অবরুদ্ধ করা হয়। শিগগিরই দুদক আদালতের অনুমতি সাপেক্ষে সশরীরে এই ভল্ট পরিদর্শন করবে।

এদিকে গত ১৯ জানুয়ারি দুদক অভিযান চালিয়ে এস কে সুরের ধানমণ্ডির বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার নগদ টাকা উদ্ধার করেছে। বিলাসবহুল ফ্ল্যাটে পাওয়া গেছে নানা মূল্যবান সম্পদ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই টাকা গণনা করা হয়। বাসার মূল্যবান ৩৬টি সম্পদের তালিকা করা হয়।

দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অনুসন্ধান টিম গতকাল সকাল সাড়ে ১১টায় এস কে সুরের বাসায় অভিযান শুরু করে এবং তা শেষ হয় বিকেল ৪টায়।

তল্লাশির সময় একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের লকারের সন্ধান পাওয়া যায়। লকারটি কোনোভাবে যাতে খোলা বা স্থানান্তর না হয়এমন নির্দেশনা দিয়েই গতকাল কেন্দ্রীয় ব্যাংকের লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক আমজাদ হোসেনের কাছে আবেদন পাঠিয়েছে দুদক। দুদক এই কর্মকর্তাকে বলেছে, আদালতের অনুমতি নিয়েই কমিশন লকারটি খুলতে চায়।

দুর্নীতি মামলার কোনো আসামির অর্থ-সম্পদ সংরক্ষণ করা খোদ কেন্দ্রীয় ব্যাংকের ব্যক্তিগত লকার এই প্রথম খুলতে যাচ্ছে দুদক। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে নিজের প্রতিষ্ঠানেই অপরাধলব্ধ অর্থ সংরক্ষণ করেছেন এস কে সুর। একাধিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লোপাটকারী পি কে হালদারের দুর্নীতির সহযোগী ছিলেন তিনি। হালদারকে অবাধে দুর্নীতি করার সুয়োগ করে দিয়েছিলেন। বিনিময়ে এস কে সুর মোটা অঙ্কের মাসোহারা পেতেন। উপঢৌকন হিসেবে পেতেন নানা মূল্যবান সম্পদ। দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে সুর বর্তমানে জেলে আছেন। আর হালদার বর্তমানে ভারতে জেলে আছেন।

নির্ধারিত সময়ে সম্পদবিবরণী দাখিল না করায় গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করে দুদক। এই মামলার তদন্ত চলছে। আদালতে মামলার যে চার্জশিট দেওয়া হবে তাতে বাসা থেকে পাওয়া নগদ টাকা, সম্পদ, লকারের অর্থ-সম্পদ উল্লেখ করা হবে। এসব অর্থ-সম্পদ তাঁর বৈধ আয়ের সঙ্গে কতটুকু অসংগতিপূর্ণ তা তুলে ধরা হবে চার্জশিটে।

গত ১৯ ডিসেম্বরের অভিযানে এস কে সুরের বাসায় যেসব সম্পদ পাওয়া গেছে সেগুলো হলো, ৪০টি ব্যাংক হিসাবের নথি, ৫০ লাখ টাকার পেনশন সঞ্চয়পত্রের নথি, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতিতে বিশেষ মেয়াদি ৭৫ লাখ টাকার আমানত, প্রাইম ব্যাংকে জমা ১০ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে ফিক্সড ডিপোজিট ১০ লাখ টাকার, ১৩ হাজার ৪০০ টাকার ১৩৪টি প্রাইজবন্ড, ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র, একাধিক পাসপোর্ট, সনি টিভি, সনি স্পিকার, ঝাড়বাতি, জেনারেল দুই টনের এসি দুটি, দামি রেফ্রিজারেটর, খাটসহ নানা মূল্যবান সম্পদ।

মন্তব্য

সম্পর্কিত খবর

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৪৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লিবিয়া থেকে ফিরলেন আরো ১৪৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৪৪ জন বাংলাদেশি নাগরিক। গতকাল বৃহস্পতিবার লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) ফ্লাইটে করে তাঁরা দেশে ফেরেন। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য জানানো হয়েছে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অক্লান্ত প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসনকৃত অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

 

মন্তব্য

চার শহরে কনসার্ট করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চার শহরে কনসার্ট করবে বিএনপি

ভীনদেশি সংস্কৃতির প্রভাব কমাতে ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে কনসার্টের আয়োজন করবে বিএনপি। ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বগুড়াএই চার শহরে আগামী ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে এই আয়োজন করা হবে। এতে দেশের জনপ্রিয় ব্যান্ড, শিল্পী, আঞ্চলিক গানের গায়করা অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১-এ সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও কনসার্ট আয়োজনের সংগঠন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির প্রচার সম্পাদক ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনগুলো হলো নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনগুলোর মেয়াদ বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বছরের ১৮ নভেম্বর এই পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার।

কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। এর আগে দুই দফায় সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছিল।

মন্তব্য

২৯ মার্চ ও ২ এপ্রিল বিএমইউর বহির্বিভাগ খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২৯ মার্চ ও ২ এপ্রিল বিএমইউর বহির্বিভাগ খোলা থাকবে

আগামী ২৯ মার্চ ও ২ এপ্রিল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। এই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকরা রোগী দেখবেন। এ ছাড়া প্রতিদিন বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসার কোনো ঘাটতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

তিনি জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।  বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০ ও ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবেকদর উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ