<p>চলতি শীত মৌসুমে দেশের অনেক অঞ্চলেই স্বাভাবিক শীত অনুভূত হয়নি। তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। তবে আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে জানিয়েছিল, এ মাসের প্রথমার্ধে দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। অধিদপ্তরের পূর্বাভাস সত্যি করেই মাঘের ২৫তম দিনে এসে গতকাল শনিবার দেশের ছয় জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে।</p> <p>আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু (তাপমাত্রা ৮-১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ রবিবারও এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল সোমবার থেকে আবার তাপমাত্রা বেড়ে বিদায় নিতে পারে শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন, চলতি মৌসুমে এটিই হতে পারে শেষ শৈত্যপ্রবাহ।   </p> <p>জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘শনিবার দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা কমেছে। কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ রবিবারও অব্যাহত থাকতে পারে। এটাই হয়তো চলতি মৌসুমে শীতের সর্বশেষ ছোঁয়া। সোমবার থেকেই আবার তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহ বিদায় নিতে পারে।’ গতকাল দেশের বেশির ভাগ অঞ্চলেই তাপমাত্রা কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ১০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি।</p> <p>এ ছাড়া গতকাল রাজশাহীতে ৮.৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৯.৬ ডিগ্রি এবং দিনাজপুর ও নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। অন্যদিকে রাজধানীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি।</p> <p> </p>