বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দায় ইভ টিজিংবিরোধী সভা দিনাজপুরে সংগঠনের নতুন কমিটির পরিচিতিসভার আয়োজন করেন বন্ধুরা। প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা : বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনা গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ নিয়ে তরুণরা বলেন, বাংলাদেশে জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ।
এটি বিবেচনায় নিলে বাংলাদেশ এখন সোনালি সময় পার করছে। ১৫ থেকে ৫৯ বছর বয়সীদের কর্মক্ষম হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে আমাদের নির্ভরশীল জনসংখ্যার চেয়ে কর্মক্ষম জনসংখ্যা বেশি। এখনই সময় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রজন্মের শক্তি, আদর্শবাদ ও উদ্ভাবনী চিন্তা সমাজ পরিবর্তনের জন্য অপরিহার্য উপাদান।
উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু হুরাইরা আতিক, কোষাধ্যক্ষ আব্দুল মোমিন, আইন সম্পাদক আরিব হাসান শাওন, সদস্য শারমিন, ঋতু, ঈশিতা, প্রিয়া, অনিক, জুয়েল, হানিফ; শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সভাপতি মেহেদী হাসান, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানা, সদস্য বিপাশা বিথী, মুন্নি, জাকিয়া, আফিয়া, নাবিলা, সঞ্চিতা, রুকাইয়া, তাসলিমা, ফাহমিদা, রাজমিন, লামিয়া, বৃষ্টি; ইডেন মহিলা কলেজ শাখার সাহিদা আক্তার, ঢাকা কলেজ শাখার আশিকুর রহমান, আল-আমিন, হানিফ, এমদাদুল, সজল, জুয়েল প্রমুখ।
তারাকান্দা (ময়মনসিংহ) : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তারাকান্দায় ইভ টিজিং রোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সভার আয়োজন হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম, সদস্য লামিয়া, রিশাদ, স্বপ্নীল, নিরব, রেদোয়ান, মুক্তা, স্বর্ণা প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার উপদেষ্টা, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুন্নাহার বলেন, ‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে অবশ্যই নারীকে রুখে দাঁড়াতে হবে। অভিযোগ করতে হবে। এ ছাড়া নারীর আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।’
বোচাগঞ্জ (দিনাজপুর) : বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার নতুন কমিটির পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সদর উপজেলার খোদমাধবপুর মিস্ত্রিপাড়ায় উন্নয়ন সংঘ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি আসতারুল আলম, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান, সহসভাপতি মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল মোমিন এবং কার্যকরী সদস্য জাকারিয়া ইসলাম জীবন, হারুন উর রশিদ, সাকিব হাসান, সাগর হোসেন, আল মামুন, আরিফ হোসেন, রুফাইদ ও সাইমুন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন
দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলন।