সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা বেগমসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্কতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এ ছাড়া দুদকের মামলায় নুরুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী, তাঁর স্ত্রী বেগম গোলেনুর ও মেয়ে সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্কাদক হাসনা হেনা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুস সালাম, শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্ত্রী শেনীন রুবাইয়াত, তাঁদের সন্তান জুহায়ের শারার ইসলাম ও শাহদান ইসলাম, শিবলীর স্বার্থসংশ্লিষ্ট শেখ শামসুদ্দিন আহমেদ, মো. মাহবুবুল আলম, মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, শেখ মাহবুব উর রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, এস কে মো. লৎফুল কবির ও মোহা. রশীদুল আলম।