বিচার শেষ না করে নির্বাচন নয়

  • শহীদ পরিবারের সংগঠনের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিচার শেষ না করে নির্বাচন নয়
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন শহীদ সাইদুল ইসলাম ইয়াসিনের মা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে। ছবি : কালের কণ্ঠ

অতি দ্রুত জুলাই হত্যার বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ দাবি জানান তাঁরা। এ সময় শহীদদের হত্যার বিচারের আগে কোনো নির্বাচন করা যাবে না বলে হুঁশিয়ারি করেন  শহীদ পরিবারের সদস্যরা। সংগঠনে তিনজন উপদেষ্টা নিয়ে ৩০ সদস্যের নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়।

শহীদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন সংগঠনের সদস্যদের নাম ঘোষণা করেন।

শহীদ পরিবারের সদস্যরা বলেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। যাঁদের রক্তের ওপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো, তাঁদের হত্যার বিচারের কথা কেউ বলছে না।

শহীদদের হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়।

অনুষ্ঠানে শহীদ ইমাম আহসান তাইমিমের ভাই রবিউল আহসান ভূইয়া বলেন, আসামি গ্রেপ্তার তো দূরের কথা, একেকজন আছে ক্ষমতা নিয়ে ব্যস্ত। কেউ আছে ক্ষমতায় টিকে থাকার দ্বন্দ্বে। কেউ আছে ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্বে।

উপদেষ্টাদের আমি বলতে চাই, আপনাদের গা থেকে এখনো রক্তের দাগ শুকায়নি। এই শহীদদের রক্ত পারিয়ে আপনারা ক্ষমতায় গেছেন। আপনাদের ন্যূনতম সেই হত্যার বিচারের জন্য কৃতজ্ঞতাবোধ থাকার কথা ছিল। আজ শহীদদের হত্যার বিচার না হলে তাঁদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। বিচারের জন্য আমরা শহীদ পরিবার আপসহীনভাবে জীবন দিয়ে দেব।

শহীদ মো. সোহেল রানার ভাই মো. নাদিম বলেন, সাত মাস চলতেছে এখনো জানি না কোনটা আমার ভাইয়ের কবর। আগে আমাদের ভাইদের কবর শনাক্ত করতে হবে। তারপর যে ভাইয়েরা নিখোঁজ তাঁদের খুঁজে বের করতে হবে। সর্বশেষ যে ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমার ভাইদের অজ্ঞাতপরিচয় দাফন করা হয়েছে তাঁর বিচার করতে হবে। পাশাপাশি তাঁর নির্দেশে যারা এই কাজ করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে।

শহীদ সাজ্জাদের মা শাহিনা বেগম বলেন, আমাদের সন্তানদের লাশ স্তূপ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার এখন পর্যন্ত পাইনি। এতগুলো হত্যাকাণ্ড হলো, এত নির্মমভাবে হত্যা করা হলো তার কোনো বিচার নেই।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে

দেশের বাজারে সোনার দাম আরো বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ১৫৫ টাকা বেড়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা হয়েছে। আজ বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বেড়েছে। এতে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ পাঁচ হাজার ৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভাটি দলটির মহানগরী দক্ষিণ কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনাসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী দক্ষিণের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন এবং স্বাধীনতার তাৎপর্য, জাতীয় রাজনীতি ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। এর আগে গত সোমবার এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মন্তব্য

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com)  উদ্বোধন করা হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে।

ওয়েবসাইট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ওয়েবসাইট থেকে গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মন্তব্য

‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়

আওয়ামী লীগ নামে নতুন একটি দল নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে। নতুন এই দলের সভাপতি উজ্জ্বল রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নরেশ চন্দ্র রায়, মায়ের নাম পারুল রায়। আবেদনপত্রে এই পরিচয়ই দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ এবং এই কমিটির মেয়াদ শেষ ২০ এপ্রিল। কোন বছরের ২০ এপ্রিল তা উল্লেখ করা হয়নি। দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা বা ইলিশ। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ।

তবে এই বঙ্গবন্ধু এভিনিউ ঢাকার কি না এবং কত নম্বর রোডে ও বাড়িতে এই কার্যালয় তা উল্লেখ করা হয়নি। আবেদনপত্রে যে দুটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়েছে, তাও ভুল বলে জানা যায়।

গত সোমবার আবেদনপত্র জমা দেওয়ার পর উজ্জ্বল রায় সংশ্লিষ্ট একজন নির্বাচন কর্মকর্তাকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি প্রার্থী হতে চাই। আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।

দেখা পাইনি। তাঁর দেখা পেলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ