ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬
শুভ কাজে সবার পাশে

মাতৃভাষা দিবস উপলক্ষে কাপাসিয়ায় চিত্রাঙ্কন

  • জবিতে বাংলা ভাষার মর্যাদা নিয়ে আলোচনাসভা
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মাতৃভাষা দিবস উপলক্ষে কাপাসিয়ায় চিত্রাঙ্কন
মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। ছবি : কালের কণ্ঠ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার মর্যাদা নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

কাপাসিয়া (গাজীপুর) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে গত শুক্রবার আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ভাষার জন্য আত্মত্যাগ করা বীরসন্তানদের স্মরণে প্রতিযোগিতার প্রতিটি রেখায়, প্রতিটি রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে একুশের চেতনা।

কচিকাঁচা শিশুর আঁকা ছবিতে ধরা পড়েছে রক্তস্নাত একুশে ফেব্রুয়ারির দৃশ্য, বাংলার ইতিহাস, সংস্কৃতি আর ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. মহসিন, সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, সদস্য অনিক মিয়া, জাহিদ মিয়া প্রমুখ।

মাতৃভাষা দিবস উপলক্ষে কাপাসিয়ায় চিত্রাঙ্কনজগন্নাথ বিশ্ববিদ্যালয় : উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সব প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট বাংলায় লিখতে হবে। একই সঙ্গে সব দপ্তরের নামফলক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার না করে বাংলায় লিখতে বলা হয়েছে।

কিন্তু উচ্চ আদালতের এই নির্দেশনা অমান্য করে এসব স্থানে বাংলা ভাষার ব্যবহার না করা অব্যাহত আছে। উচ্চ আদালতের কঠোর নির্দেশনার পরও সাইনবোর্ড ও নামফলকে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে ইংরেজি ভাষা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার মর্যাদা এবং উচ্চ আদালতের নির্দেশনা : বাস্তবায়নের চ্যালেঞ্জ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নিজেদের সচেতনতা, প্রশাসনের উদ্যোগ, নজরদারিসহ নানাবিধ করণীয় বিষয়ে কথা বলেছেন বক্তারা।

গতকাল শনিবার শহীদ সাজিদ একাডেমিক ভবনের সাংবাদিকতা বিভাগের ৮১৭ নম্বর রুমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের শিক্ষার্থী বাশির শাহরিয়ার বলেন, অনেকে বাংলায় কথা বলার সময় অনেক ইংরেজি শব্দ ব্যবহার করেন। এভাবে নিজেরাই নিজেদের ভাষাকে বিকৃতি করছি। আমাদের সচেতনতাই ভাষার মর্যাদা রক্ষা করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, কেন আমরা ভাষার মর্যাদা রক্ষা করতে পারি না? কেন এ দেশে উচ্চ আদালতের নির্দেশনা মানা হয় না? আমরা কি সচেতন আছি? আমাদের উচ্চারণে ভুল আছে।

আমরা যদি প্রমিত উচ্চারণে কথা বলতে পারি, তাহলে ভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা কিছুটা হলেও পরিশোধ করতে পারি। সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, ভাষা রক্ষায় আমাদের বাংলা ভাষা শিখতে হবে। আমাদের ব্যাকরণ পড়তে হবে। উচ্চারণের নিয়ম জানতে হবে।

এ সময় জবি শুভসংঘের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, অর্থ সম্পাদক বাশির শাহরিয়ার, কার্যকরী সদস্য হুমাইরা, সহ অর্থ সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৪৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লিবিয়া থেকে ফিরলেন আরো ১৪৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ১৪৪ জন বাংলাদেশি নাগরিক। গতকাল বৃহস্পতিবার লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড ২২২) ফ্লাইটে করে তাঁরা দেশে ফেরেন। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য জানানো হয়েছে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার অক্লান্ত প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসনকৃত অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

 

মন্তব্য

চার শহরে কনসার্ট করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চার শহরে কনসার্ট করবে বিএনপি

ভীনদেশি সংস্কৃতির প্রভাব কমাতে ও দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে কনসার্টের আয়োজন করবে বিএনপি। ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বগুড়াএই চার শহরে আগামী ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে এই আয়োজন করা হবে। এতে দেশের জনপ্রিয় ব্যান্ড, শিল্পী, আঞ্চলিক গানের গায়করা অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান-১-এ সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও কনসার্ট আয়োজনের সংগঠন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির প্রচার সম্পাদক ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনগুলো হলো নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও স্বাস্থ্য সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনগুলোর মেয়াদ বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বছরের ১৮ নভেম্বর এই পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার।

কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। এর আগে দুই দফায় সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছিল।

মন্তব্য

২৯ মার্চ ও ২ এপ্রিল বিএমইউর বহির্বিভাগ খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
২৯ মার্চ ও ২ এপ্রিল বিএমইউর বহির্বিভাগ খোলা থাকবে

আগামী ২৯ মার্চ ও ২ এপ্রিল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। এই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকরা রোগী দেখবেন। এ ছাড়া প্রতিদিন বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসার কোনো ঘাটতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

তিনি জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।  বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০ ও ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবেকদর উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ