আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সংগঠনের উদ্যোগে মনোহরদীতে এতিমখানায় ইফতার মাহফিল এবং সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনাসভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুমানা আফরোজ। বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড মাহমুদা সুলতানা, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, বেডো সমৃদ্ধি কর্মসূচির সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, সাইফুল ইসলাম প্রমুখ।
নরসিংদী : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গত মঙ্গলবার মনোহরদীর জামিয়া ইসলামিয়া তুর্কি হামিদ মাদরাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় ভালো কাজে সবার সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোনারগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী। স্মৃতিচারণা করেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও শাহ আলম।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, আব্দুল বাতেন মোল্লা, শফিকুল ইসলাম, মুনিরুজ্জামান, সিরাজুল ইসলাম রতন, সৈয়দ মোস্তফা, মোহাম্মদ হোসেন, মফিজুল ইসলাম খান প্রমুখ।