কালিয়াকৈর

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় লগুজ এপারেলস কারখানার ঝুট ব্যবসার (পরিত্যক্ত মালামাল) নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরের ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ বলেন, উপজেলা বিএনপির নেতাদের সিদ্ধান্ত মোতাবেক মৌচাকের লগুজ কারখানার ঝুট ব্যবসা স্থগিত করা হয়। কিন্তু শনিবার অ্যাডভোকেট রফিকুল ইসলাম তাঁর লোকজন নিয়ে গোপনে ওই কারখানার ঝুট বের করতে গেলে তাদের আমরা বাধা দিই। এ সময় তারা আমাদের লোকজনের ওপর হামলা করে। হামলায় আমাদের কয়েকজন আহত হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, আমাদের মোশারফ হোসেনের নামে কারখানা কর্তৃপক্ষ ঝুটের মালামালের ডিও করে। পরে কারখানা থেকে মালামাল বের করতে গেলে উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ ও তাঁর সমর্থকরা বাধা দেয়। এতে  ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছে।

তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, লগুজ কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুই পক্ষকে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর এলাকায় গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সমর্থিত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। গতকাল সোমবার পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দেয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ অ্যাঞ্জেলের সামনে তাঁদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নেয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।

গতকাল সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাবে বেবিচক কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাবে বেবিচক কর্মীদের বিক্ষোভ

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে গতকাল সোমবার সকালে ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা। বিমানবন্দর মহাসড়ক অবরোধও করেন তাঁরা। এদিকে বেবিচক বলছে, এমন ধরনের কোনো বাহিনী গঠনের পরিকল্পনা করা হয়নি।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি একটি নির্দিষ্ট সংস্থার নামে ভিত্তিহীন তথ্য প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে হলে তা বোর্ড মিটিং ও দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হয়। এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। বেবিচকের ভাষ্য মতে, কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিমানবন্দরগুলোর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও যাত্রীসেবা উন্নত করতে বেবিচক নিয়মতান্ত্রিক উপায়ে মতামত গ্রহণ ও যাচাই-বাছাই করে।

দেশের এভিয়েশন খাতকে আরো শক্তিশালী করতে সরকার বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহযোগিতায় একটি আধুনিক, নিরাপদ ও নির্ভরযোগ্য এভিয়েশনব্যবস্থা গড়ে তোলার জন্য বেবিচক নিরলসভাবে কাজ করবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ