জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছি কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে। আমরা যেভাবে ফ্যাসিবাদ তাড়িয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যেমন অবস্থান ছিল, তেমনি যারা নতুন করে ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও আমাদের একই অবস্থান থাকবে।’
গতকাল শনিবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলায় দোয়া ও ইফতার মাহফিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।