ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৈখলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকালে তাঁদের আটক করে কসবা থানায় সোপর্দ করা হয় বলে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বিশালঘর এলাকার কোনাবন গ্রামের প্রয়াত ধীরেন্দ্র দেব বর্মার ছেলে সঞ্জিত দেব বর্মা (৩০) ও তাঁর ছোট ভাই বিমল দেব বর্মা (২৩)। আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশে চলে আসেন।