আইএমএফের প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আইএমএফের প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে

ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আজ শনিবার ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তাঁরা সফরের শুরুতে আগামীকাল রবিবার সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফের একটি দল ঢাকায় আসছে। দলটি আগামীকাল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে।

এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধিদলটি আগামী ১৭ এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে একটি বৈঠক করবে। ওই দিনই প্রতিনিধিদলটির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিয়ে-তালাক নিবন্ধন করা যাবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিয়ে-তালাক নিবন্ধন করা যাবে অনলাইনে

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯ সংশোধন করেছে সরকার। এর মধ্য দিয়ে এখন থেকে অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে। তবে বর্তমানে প্রচলিত পদ্ধতিও বহাল থাকবে। বিধিমালা সংশোধন করে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গাজায় গণহত্যার প্রতিবাদে আজ বিএনপির র‌্যালি

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র‌্যালি করবে বিএনপি। গতকাল বুধবার দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

 

মন্তব্য

আলিম পরীক্ষা শুরু ২৬ জুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আলিম পরীক্ষা শুরু ২৬ জুন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন, যা ১২ আগস্ট শেষ হবে। গতকাল বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সূচি  প্রকাশ করা হয়। প্রথম দিন কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা হবে। আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দিয়ে শেষ হবে।

১৩ থেকে ২১ আগস্টের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা হবে। সূচিতে বলা হয়েছে, ২০২৫ সালের আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে হবে। ৩০ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘণ্টা ৩০ মিনিট। ব্যাবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহু নির্বাচনী অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় থাকবে।

 

মন্তব্য

দুই দিন বৃষ্টি বেশি থাকতে পারে, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুই দিন বৃষ্টি বেশি থাকতে পারে, কমতে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। সেই সঙ্গে তাপপ্রবাহের এলাকাও কমতে পারে। আগামী শনিবার থেকে আবার বৃষ্টি কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

  এদিকে লঘুচাপের প্রভাবে দেশে যতটুকু বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তা এখন কিছুটা কমে এসেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি গতকাল দুপুর পর্যন্ত একই এলাকায় অবস্থান করছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ