ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৬
শুভ কাজে সবার পাশে

গোবিন্দগঞ্জে কৃষকদের নিয়ে শুভসংঘের আনন্দময় দিন

  • বদলগাছীতে ঈদ পুনর্মিলনী
  • গলাচিপায় সচেতনতা সভা
  • টাঙ্গাইলে উপহার বিতরণ
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গোবিন্দগঞ্জে কৃষকদের নিয়ে শুভসংঘের আনন্দময় দিন
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল কৃষকদের নিয়ে আনন্দ আয়োজন করা হয়। ছবি : কালের কণ্ঠ

গোবিন্দগঞ্জে কৃষকদের সঙ্গে অন্যরকম আনন্দময় একটি দিন কাটালেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। এ ছাড়া সংগঠনের উদ্যোগে বদলগাছীতে ঈদ পুনর্মিলনী, গলাচিপায় কৃষকদের নিয়ে সচেতনতা সভা এবং টাঙ্গাইলে ঈদের উপহার বিতরণ করা হয়।

গোবিন্দগঞ্জে কৃষকদের নিয়ে শুভসংঘের আনন্দময় দিনগাইবান্ধা : গোবিন্দগঞ্জে কৃষকদের সঙ্গে অন্যরকম আনন্দময় একটি দিন কাটালেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। অতিথি হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শাহনুর ইসলাম সাদ্দাম ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা আবু জিহাদ রনি তাঁদের সঙ্গে অংশ নেন।

গতকাল রবিবার উপজেলার পারগয়ড়া ও মাগুরা এলাকায় বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে কৃষকদের জন্য টেকসই কৃষি পদ্ধতি, নতুন প্রযুক্তি ও স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পটিতে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি হুমায়ন আহমেদ বিপ্লব, কৃষক সায়েদ আলী ও ময়নুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য আতিক হাসান জীবন, সাগর ইসলাম, নিশাত মণ্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বদলগাছী (নওগাঁ) : বসুন্ধরা শুভসংঘ বদলগাছী উপজেলা শাখার বন্ধুদের ঈদ পুনর্মিলনী শনিবার সন্ধ্যায় বদলগাছী কারিগরি কলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন শুভসংঘের প্রধান উপদেষ্টা মো. এমদাদুল হক দুলু, সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মুসা, শুভসংঘের সদস্য আহসান হাবিব, সহকারী শিক্ষক আওয়াল হোসেন, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আব্দুল মোমিন, প্রবীণ শিল্পী আরোজ আলী, জামান হোসেন প্রমুখ।

গলাচিপা (পটুয়াখালী) : বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগের কুফল বিষয়ে কৃষকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ডাকুয়া গ্রামে মাঝেরচরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার আহ্বায়ক হুজ্জাতুল ইসলাম।

উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কর্মী তরিকুল ইসলাম, মো. সোহাগ মিয়া, মোনালিসা আক্তার স্বর্ণা, আশিকুর রহমান, তরিকুল ইসলাম আসিফ, মাহাদি আল মাহি, উদয় সরকার, কৃষক সোলায়মান মৃধা, ফরিকুল ইসলাম প্রমুখ।

টাঙ্গাইল : ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের ব্যানারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ৩০ মার্চ কালিহাতীর নগরবাড়ীতে শতাধিক অসহায় পরিবারের মধ্যে চিনি, সেমাই, গুঁড়া দুধ ও সাবান তুলে দেন শুভসংঘের সদস্যরা। ঈদ উপহার পেয়ে রাহেলা, বুকি, হামেদা, লায়লা ও নান্নু অত্যন্ত খুশি। কালের কণ্ঠের টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্যর সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী আরিফুল আলম নয়ন, টাঙ্গাইল কোর্টের আইনজীবী সুলতান তালুকদার রাঙা, শুভসংঘের সদস্য মহাদেব, সোহাগ, হৃদয়, অনিক প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

মাদরাসার ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা

যশোর ব্যুরো
যশোর ব্যুরো
শেয়ার
মাদরাসার ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা

যশোরের শার্শা উপজেলার নাভারণে একটি কওমি মাদরাসার ছাত্রীদের কক্ষ থেকে সিসি ক্যামেরা এবং শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে গত বুধবার সেখানে অভিযান পরিচালনা করা হয় বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানিয়েছেন।

নিশাত নাহিয়ান বলেন, নাভারণের ফাতিমাতুজ্জোহরা কওমি মাদরাসাটির পাঁচতলা ভবনের নিচতলায় দুজন শিক্ষক থাকেন। একই ভবনের ওপরের চারটি তলায় ছাত্রীরা লেখাপড়া করে।

এর মধ্যে ছাত্রীদের দুটি শোবার ঘরে দুটি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল এবং মনিটরটি নিচের তলায় আবু তাহের নামের এক শিক্ষকের শোবার কক্ষে ছিল। পরে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে নারী পুলিশ দিয়ে সেগুলো উদ্ধার করা হয়। সিসি ক্যামেরায় এক মাসের ফুটেজ রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, ছাত্রীদের শোবার ঘরে ক্যামেরা স্থাপনের মাধ্যমে তাদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করা হয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্য শিক্ষক আবু তাহেরকে হেফাজতে নেওয়া হয়।

একই সঙ্গে ১৬টি সিসি ক্যামেরা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে শিক্ষক আবু তাহেরকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আবার তাঁকে ডাকা হবে।

শিক্ষক আবু তাহের বলেন, বেশ কয়েক দিন ধরে মাদরাসায় চুরির ঘটনা ঘটছে।

নিরাপত্তার কারণে সিসি ক্যামেরা লাগানো হয়। তবে এসব সিসি ক্যামেরা প্রতিষ্ঠানটির নারী শিক্ষকরা নিয়ন্ত্রণ করেন।

মন্তব্য

সাবেক এমপি হাবিবের ৩১১ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক এমপি হাবিবের ৩১১ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেন

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে প্রায় ছয় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে প্রায় ৩১১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। গতকাল সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি হাবিব হাসানের নামে মোট সাত কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ২৮৮ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্যা পাওয়া যায়। ওই সম্পদ অর্জনের বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ এক কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ১১৭ টাকা। ফলে তাঁর পাঁচ কোটি ৯০ লাখ ১৭ হাজার ১৭১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।

 

মন্তব্য
শিশু সন্তানের ওপর নির্যাতন

‘ক্রিম আপা’ গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
‘ক্রিম আপা’ গ্রেপ্তার
শারমীন শিলা

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে করা মামলায় শারমীন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভার পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার রাতে সাভারের আশুলিয়া থানায় মামলাটি করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। গতকাল আশুলিয়া থানার ওসি কামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিশু আইনে মামলাটি করা হয়েছে। আমরা মামলাটির তদন্ত করছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আশুলিয়ায় বসবাসকারী শারমীন শিলা ওরফে ক্রিম আপা পেশায় একজন বিউটিশিয়ান।

স্থানীয় বাইপাইল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে শারমীন শিলার একটি প্রতিষ্ঠান আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি মেকআপের জন্য কাজ করাসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। টাকা আয়ের জন্য কখনো মাথার চুল ন্যাড়া করেন, আবার কখনো ভারী কানের দুল লাগিয়ে টিকটক বানিয়ে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন।

মন্তব্য

ঢাকায় ৬৬ কিলোমিটার বেগে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকায় ৬৬ কিলোমিটার বেগে কালবৈশাখী

দেশের বেশ কিছু স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে গতকাল বৃহস্পতিবার। সর্বশেষ ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যায় রাজধানীর ওপর দিয়ে ৬৬ কিলোমিটারের বেশি গতিবেগে কালবৈশাখী বয়ে গেছে। এতে সাময়িক সময়ের জন্য গরম থেকে খানিকটা স্বস্তিও মিলেছে ঢাকাবাসীর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুক্রবারও কিছু স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল শনিবার থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। আগামী ১৪ এপ্রিল (সোমবার) থেকে আবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ঢাকায় (গতকাল) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঘণ্টায় সর্বোচ্চ ৬৬.৭ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে।

তবে দেশের কিছু অঞ্চলে মোটামুটি বৃষ্টি হলেও ঢাকায় উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির রেকর্ড পাইনি আমরা। শুক্রবারও দেশের কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এরপর দু-এক দিন বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। তরিফুল নেওয়াজ বলেন, ১৩ এপ্রিলের পর আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।
আগামী কিছুদিন দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা বা তাপপ্রবাহ খুব বেশি বাড়ার তেমন সম্ভাবনা নেই।

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সন্ধ্যায় এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। গতকালও দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আজ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৮ ডিগ্রি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ