গোবিন্দগঞ্জে কৃষকদের সঙ্গে অন্যরকম আনন্দময় একটি দিন কাটালেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। এ ছাড়া সংগঠনের উদ্যোগে বদলগাছীতে ঈদ পুনর্মিলনী, গলাচিপায় কৃষকদের নিয়ে সচেতনতা সভা এবং টাঙ্গাইলে ঈদের উপহার বিতরণ করা হয়।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জে কৃষকদের সঙ্গে অন্যরকম আনন্দময় একটি দিন কাটালেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। অতিথি হিসেবে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শাহনুর ইসলাম সাদ্দাম ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা আবু জিহাদ রনি তাঁদের সঙ্গে অংশ নেন।
গতকাল রবিবার উপজেলার পারগয়ড়া ও মাগুরা এলাকায় বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে কৃষকদের জন্য টেকসই কৃষি পদ্ধতি, নতুন প্রযুক্তি ও স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পটিতে আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি হুমায়ন আহমেদ বিপ্লব, কৃষক সায়েদ আলী ও ময়নুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য আতিক হাসান জীবন, সাগর ইসলাম, নিশাত মণ্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বদলগাছী (নওগাঁ) : বসুন্ধরা শুভসংঘ বদলগাছী উপজেলা শাখার বন্ধুদের ঈদ পুনর্মিলনী শনিবার সন্ধ্যায় বদলগাছী কারিগরি কলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন শুভসংঘের প্রধান উপদেষ্টা মো. এমদাদুল হক দুলু, সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মুসা, শুভসংঘের সদস্য আহসান হাবিব, সহকারী শিক্ষক আওয়াল হোসেন, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আব্দুল মোমিন, প্রবীণ শিল্পী আরোজ আলী, জামান হোসেন প্রমুখ।
গলাচিপা (পটুয়াখালী) : বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগের কুফল বিষয়ে কৃষকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ডাকুয়া গ্রামে মাঝেরচরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার আহ্বায়ক হুজ্জাতুল ইসলাম।
উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কর্মী তরিকুল ইসলাম, মো. সোহাগ মিয়া, মোনালিসা আক্তার স্বর্ণা, আশিকুর রহমান, তরিকুল ইসলাম আসিফ, মাহাদি আল মাহি, উদয় সরকার, কৃষক সোলায়মান মৃধা, ফরিকুল ইসলাম প্রমুখ।
টাঙ্গাইল : ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের ব্যানারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ৩০ মার্চ কালিহাতীর নগরবাড়ীতে শতাধিক অসহায় পরিবারের মধ্যে চিনি, সেমাই, গুঁড়া দুধ ও সাবান তুলে দেন শুভসংঘের সদস্যরা। ঈদ উপহার পেয়ে রাহেলা, বুকি, হামেদা, লায়লা ও নান্নু অত্যন্ত খুশি। কালের কণ্ঠের টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্যর সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী আরিফুল আলম নয়ন, টাঙ্গাইল কোর্টের আইনজীবী সুলতান তালুকদার রাঙা, শুভসংঘের সদস্য মহাদেব, সোহাগ, হৃদয়, অনিক প্রমুখ।