সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ফকিরাপুল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচারণা চলছিল।