বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো মানবতার সেবায়, মানুষ ও দেশের কল্যাণে এবং মেধার বিকাশে সক্রিয় থাকবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জের উড়োজাহাজ বানানো আলোচিত জুলহাস মোল্লাকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির একটি মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আর্থিক সহায়তা দেন বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সারা দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য করাসহ অনেক অসহায় পরিবার...যারা বিভিন্নভাবে দুর্ঘটনার স্বীকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন, তাদের সাহায্য করেছেন। তাঁর এই পদক্ষেপগুলো মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেয়, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে সক্রিয় ভূমিকা পালন করবে। সেটা আমাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী।’
সালাহউদ্দিন বলেন, ‘একটি জাতি তখনই এগিয়ে যায়, যখন সেই দেশের জন্য যাঁরা অবদান রাখেন তাঁদের সম্মানিত করা হয়।
যে দেশে গুণীজনের সম্মান করা হয়, সে দেশেই গুণীজনের জন্ম হয়। যে দেশে সম্মান করা হয় না, সে দেশে গুণীজন জন্ম হয় না। আমরা যদি মেধাবীদের সাহায্য করি, তাহলে অবশ্যই তারা রাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করবে। মেধাসম্পন্ন রাষ্ট্র পৃথিবীতে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমরা চেষ্টা করব মেধার উন্নয়নের মাধ্যমে এই জাতিকে একটি মেধাবী রাষ্ট্রে পরিণত করার। যখন কোনো রাষ্ট্র মেধাবীদের মাধ্যমে পরিচালিত হয়, তখন সে রাষ্ট্র কখনো ভুল পথে যায় না।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মিডিয়া সেলের সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।