ঢাকা, সোমবার ১৪ এপ্রিল ২০২৫
১ বৈশাখ ১৪৩২, ১৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ১৪ এপ্রিল ২০২৫
১ বৈশাখ ১৪৩২, ১৪ শাওয়াল ১৪৪৬
মডেল মেঘনাকে গ্রেপ্তার

নারীপক্ষ, এমএসএফ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নারীপক্ষ, এমএসএফ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার এবং বোরকা না পরায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) কার্যালয় থেকে বের করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহিলাবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন নারীপক্ষ। গতকাল শনিবার নারীপক্ষের আন্দোলন সম্পাদক সাফিয়া আজীম স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এই নিন্দা-প্রতিবাদ জানানো হয়। 

একই দিন মেঘনা আলমকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাঁর বাসার দরজা ভেঙে গ্রেপ্তার এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশের ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

নারীপক্ষের বিবৃতিতে বলা হয়, একজন সরকারি কর্মকর্তার ওপর বেআইনি, শিষ্টাচারবহির্ভূত ও বর্বর আচরণের দুঃসাহস দেখিয়ে তারা কিভাবে পার পেয়ে যায়! একজন সরকারি কর্মকর্তার যারা এই অবস্থা করতে পারে, তাদের কাছে দেশের সাধারণ নারীরা কতটা অসহায় ও অনিরাপদ, তা সহজেই অনুমেয়।

উল্লেখ্য, বোরকা পরে না আসায় দিনাজপুর সদর ইউএনওকে তাঁর কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।

মেঘনা আলমকে গ্রেপ্তারের ঘটনায় নারীপক্ষ বলেছে, দেশের বিভিন্ন আইনসহ অনেক কিছু পরিবর্তন বা সংস্কার হয়েছে। কিন্তু পুরনো একটি কালো আইন পরিবর্তন না করে, বরং সেই আইনের আওতায় এখনো গ্রেপ্তার-নির্যাতন চালানো হচ্ছে কেন? তা ছাড়া মেঘনা আলমের ব্যক্তিগত বিষয়কে যিনি বা যারা রাষ্ট্রীয় ইস্যু করলেন তার বা তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত নয়? এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানিয়েছে নারীপক্ষ।

এমএসএফের উদ্বেগ : সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএফ নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা না করে কাউকে আটক রাখা আইনের পরিপন্থী ও মানবাধিকারের লঙ্ঘন।

অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জার : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, মেঘনাকে বাসা থেকে জবরদস্তিমূলকভাবে তুলে নিয়ে নিবর্তনমূলক কালো আইনে সাজা দিয়ে জেলে পাঠানোর ঘটনা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন ও অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জার। তিনি বলেন, মেঘনা কোনো অন্যায় করে থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তাঁকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না দিয়ে যেভাবে সাজা দেওয়া হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জার কারণ হয়ে উঠেছে। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক সাইফুল হক বলেন, একজন বিদেশি নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্বরিত গতিতে বিতর্কমূলক পদক্ষেপ নিয়েছে। অথচ দেশের নাগরিক মেঘনা আলমের অধিকার রক্ষায় সরকার কোনো পদক্ষেপই নেয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

এসএসসি ১৯৮৬-এর পল্লবী জোনের ঈদ পুনর্মিলনী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
এসএসসি ১৯৮৬-এর পল্লবী জোনের ঈদ পুনর্মিলনী

এসএসসি ১৯৮৬ বাংলাদেশের মিরপুর পল্লবী জোনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার মিরপুর ১৩ নম্বরের গ্র্যান্ড প্রিন্স কনভেনশন হল মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। মিরপুর পল্লবী জোনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহীদ আক্তার। বিশেষ অতিথি ছিলেন জোনের প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

এ ছাড়া এসএসসি ১৯৮৬ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি গাজী সিরাজ এবং মিরপুর পল্লবী জোনের সাধারণ সম্পাদক এস এম আলী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আকবর রানা, মহিলাবিষয়ক সম্পাদক নিগার সুলতানা, সংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাসরীন বীণা, সচিবালয় সাংবাদিক ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, গ্রুপের অ্যাডমিন নাজের চৌধুরী, সঞ্চিতা দাশ, এম এইচ সেলিমসহ এসএসসি ১৯৮৬ বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।

মন্তব্য
অবৈধ সম্পদ অর্জন

নাসা গ্রুপের পরিচালক নাসরিনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নাসা গ্রুপের পরিচালক নাসরিনের বিরুদ্ধে মামলা

২০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী নাসরিন ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নাসরিন নাসা গ্রুপের পরিচালক ও এক্সিম ব্যাংকের সাবেক পরিচালক।

মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন ও তা দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

সাবেক মন্ত্রী এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক মন্ত্রী এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন আলম আহমেদ, হরিদাস বর্মণ, আরিফ মুহাম্মদ শহীদুল হক, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোস্তাক আহমেদ, রন হক শিকদার, রিক হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুল হোসেন, নাহিদ সারওয়ার, মোস্তফা মঈন সারওয়ার, রুমি ইমরোজ রশিদ, সৈয়দ শাহ আব্দুল বারি, মনোয়ারা সিকদার, নাইমুজ্জামান ভূইয়া। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমানের আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে পূর্ব পরিকল্পিতভাবে মিথ্যা তথ্যসংবলিত রেকর্ডপত্র তৈরি করে ব্যবহার করা হয়।

 

মন্তব্য

৪৭তম বিসিএস প্রিলির নতুন তারিখ ৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৪৭তম বিসিএস প্রিলির নতুন তারিখ ৮ আগস্ট

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে। সেই সঙ্গে ৪৪ থেকে ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গতকাল রবিবার পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ৪৪ থেকে ৪৬তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা ও সম্ভাব্য সময়ও জানানো হয়েছে।

৪৪-৪৬তম বিসিএস : বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো ৮ থেকে ১৯ মের মধ্যে ও পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে এবং পরিবর্তিত সময়সূচি শিগগিরই জানানো হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল ও ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী জুনের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বিভ্রান্ত না হয়ে ওয়েবসাইটে নজর রাখুন : পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন ও খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট নিরসনে বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য পিএসসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পিএসসির পরীক্ষা নেওয়ার অপরিহার্য কিছু বিষয়, যেমনপ্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় পিএসসিকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ