<p>‘পুলিশ নিষেধ করার পরও কেন পাবজি গেমস খেলো, মোবাইল দাও’—এমন কথা বলেই একের পর এক মোবাইল ছিনতাই করত একটি প্রতারকচক্র। খেলনা পিস্তল দেখিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দিত তারা। এভাবে আলাদা চারটি স্থান থেকে পুলিশ সেজে ছিনিয়ে নেয় ছয়টি দামি মোবাইল ফোন। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল রবিবার ভোরে ছিনতাই করা মোবাইলসহ প্রতারকচক্রের শীর্ষ দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশ পরিচয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঝিনাইদহের মহেশপুর থানার পুরন্দরপুর গ্রামের ইসমাইল খান আরিফ (৩০) ও হামিদপুর গ্রামের উত্তম ঘোষকে (৩২) তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ জুলাই একটি মোটরসাইকেলে চড়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামে গিয়ে তিন যুবকের কাছ থেকে তিনটি ও দামুড়হুদার একটি গ্রাম থেকে একটি দামি মোবাইল ফোন কৌশলে ছিনিয়ে নেয় তারা। একইভাবে ২৬ জুলাই সদর উপজেলার ভুলটিয়া ও কিরণগাছি গ্রাম থেকে আরো চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।</p> <p> </p>