<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লার চান্দিনায় টিসিবির ভোগ্য পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৯ নম্বর মাইজখার ইউনিয়নে কার্ডধারীদের বাদ দিয়ে ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের পছন্দমতো মানুষকে পণ্য দেন বলে অভিযোগ স্থানীয়দের। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে মাইজখার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে কয়েকজন সুবিধাভোগী জানান, তালিকা অনুযায়ী তাঁরা দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য কিনে আসছেন। শনিবার সকালে এসে শুনতে পান টিসিবির কার্ড রেখে দিচ্ছেন একটি রাজনৈতিক দলের স্থানীয় কিছু কর্মী। তাঁরা নিজেদের পছন্দ মতো লোকদের শুধু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পণ্য বিতরণ করছেন, যা নিয়মবহির্ভূত। মেহার গ্রামের বজলুর রহমানের ছেলে শারীরিক প্রতিবন্ধী অহিদুর রহমানের অভিযোগ, তিনি টিসিবির কার্ডধারী। সকালে ইউনিয়ন পরিষদে গেলে স্থানীয় কয়েকজন লোক তাঁর কার্ড রেখে তাঁকে পণ্য না দিয়ে বিদায় করেন। একই গ্রামের আলী হোসেনের ছেলে মো. শফিকের অভিযোগ, তাঁর কার্ড ফেরত দিয়ে তাঁকে পণ্য দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন বিতরণকারীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্যানেল চেয়ারম্যান আবুল বাশার বলেন, শনিবার বিকেলে স্থানীয় কিছু দুর্বৃত্ত ও ছাত্র নামধারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ইউএনওকে বিষয়টি জানানো হলে তিনি আগামী ২৩ সেপ্টেম্বর পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন। সে পর্যন্ত তালা যাতে কেউ না খোলে এমন নির্দেশনা দিয়েছেন ইউএনও। কিন্তু হিসাব সহকারী কামরুল ইসলাম আমার সঙ্গে পরামর্শ না করে দুর্বৃত্তদের সঙ্গে সুসম্পর্ক রেখে তালা খুলে কাজ চালিয়ে যাচ্ছেন। টিসিবির পণ্য কে গ্রহণ করল, কে বিতরণ করছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি কিছুই জানি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর পণ্য আত্মসাতের মিথ্যা অভিযোগ করেছেন দুষ্কৃতকারীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিসিবির ডিলার সাইফুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানুষ বেশি হওয়ায় বিতরণের সুবিধার্থে কার্ড রেখে দেওয়া হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চেয়ারম্যানের সঙ্গে তাঁর লোকজন যোগাযোগ করেছেন এবং বিতরণের সময় ট্যাগ অফিসারও উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>