<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রুততম সময়ের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ড. কুদরত এ খুদা একাডেমিক ভবনের সামনে মানববন্ধন পালিত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপস্থিত শিক্ষার্থীরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার হয়েছে, এর আগে কৃষি কলেজ হিসেবে ছিল। সে ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ও বেশ পুরনো। এর আগে বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের কাছে আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেতাম না। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দেওয়া হোক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর আগেও একই দাবিতে ২০ সেপ্টেম্বর মানববন্ধন হয়েছিল।</span></span></p>