<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশেষে দুর্ধর্ষ সন্ত্রাসী উজ্জল দাশ ও উৎপল দে বাহিনীর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টর্চার সেলে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র সন্ধা্লন পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। কক্সবাজার শহরের ভেতরেই বৌদ্ধ মন্দিরের পরিত্যক্ত ঘরে ওই টর্চার সেলে পর্যটক ও সাধারণ মানুষদের ধরে এনে নির্যাতন করে মুক্তিপণ আদায় করা হতো। টর্চার সেলের মতো অপরাধে জড়িত এই বাহিনীর চার সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চারজনই হিন্দু যুবক। গ্রেপ্তার হওয়া চারজন হলো কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনার পাড়ার এস এ ক্যাং এলাকার বান্টু দাশের ছেলে উজ্জল দাশ (২৮), একই এলাকার তপোবন সড়কের উৎপল দে (২৯), একই এলাকার মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর (৩০) ও ৯ নম্বর ওয়ার্ডের ঘোনার পাড়ার মহেশখাইল্লা পাড়ার কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র (২২)। তাদের মধ্যে উজ্জল দাশ ও উৎপল দে সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তবে তাদের সন্ত্রাসী কার্যক্রম, বাহিনীর মাধ্যমে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় এলাকাবাসী। </span></span></span></span></p>