<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত পোশাক শ্রমিক চম্পা খাতুনের (২৫) দাফন সম্পন্ন হয়েছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল সোমবার সকালে চম্পাকে তাঁর বাবার বাড়ি পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউপির আমোদপুর গ্রামে দাফন করা হয়। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম নিহত চম্পার বাড়িতে যান। সেখানে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য নগদ অর্থ সহায়তাসহ খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক ও ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া। গত বুধবার বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামেন আশুলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সেই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।</span></span></span></span></span></p>