<p>চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ঘাটাইলে মোটরসাইকেল আরোহী, কাশিয়ানীতে বিপণন কর্তকর্তা, কালীগঞ্জে বিপণন কর্তকর্তা এবং সৈয়দপুরে কলেজছাত্র। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—</p> <p>ঘাটাইল (টাঙ্গাইল) : ঘাটাইলে ট্রাকের ধাক্কায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার সাগরদীঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কের কামালপুরে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>কাশিয়ানী (গোপালগঞ্জ) : কাশিয়ানীতে যাত্রীবাহী বাসচাপায় মোশারফ হোসেন নামের প্রাণ কম্পানির এক মার্কেটিং অফিসার নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারের রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>কালীগঞ্জে (ঝিনাইদহ) : কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইমরান হোসেন (৩৫) নামের ওষুধ কম্পানির এক বিপণন কর্তকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুলতান আলীর ছেলে।</p> <p>সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় এলাকায় ওই দুর্ঘটনাটি  ঘটে। জানা গেছে, দুই বন্ধুসহ নেহাল খান শহরের বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড়ে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় আহত কলেজছাত্র নেহাল খানকে মৃত ঘোষণা করেন।</p>