<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোয়াখালীর কবিরহাটে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করায় জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং কবিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেনকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (গতকাল) রাতের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এর জবাব দিতে বলা হয়েছে। এর আগে সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযুক্ত যুবদল নেতা মো. শাহাদাত হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিঠি পেয়ে আমি লিখিত জবাব নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এসেছি। দলের নেতাদের নামে এমন খেলার আয়োজন করা নিষেধ রয়েছে, তা আমাদের জানা ছিল না। আমরা নোয়াখালী-৫ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের পরামর্শে আরফাত রহমান কোকো স্মৃতি প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এ জন্য আমাকে সশরীরে জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সালকে অনুরূপ কারণ দর্শাতে কেন্দ্রীয় বিএনপি বলেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>