<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাটের যুবক আকাশ মন্ডল তাঁর পরিচয় গোপন করে ইরফান নামে কেন এমভি আল বাখেরা জাহাজে চাকরি নিলেন, এ নিয়ে ওই জাহাজের মালিকও এখন চিন্তিত। এ ছাড়া তাঁর বেতন এবং অন্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার দাবিও বানোয়াট বলছেন চাঁদপুরের মেঘনায় সাত খুনের ঘটনায় আলোচিত জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ ডাবলু।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আকাশ মন্ডলকে রিমান্ডের জন্য চাঁদপুর সদর মডেল থানার হাজতখানায় রাখা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের কালাম খান ইরফানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছদ্মনাম ইরফান হলেও আকাশ মন্ডল প্রকাশ ইরফানের বাবা হচ্ছেন জগদীশ মন্ডল। তাঁদের বাড়ি ফকিরহাটে। ৮ মাস আগে এমভি বাখেরায় খালাসি পদে চাকরি নেন ইরফান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের আদালতে রিমান্ড প্রার্থনার জন্য হাজির করা হলে আত্মপক্ষ সমর্থন করে আকাশ মন্ডল প্রকাশ ইরফান বিচারক মুহাম্মদ ফারহান সাদিকের কাছে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানুষ ভুল করে। আমিও ভুল করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।</span></span></span></span></p>