<p>উত্তরের জেলা পঞ্চগড়ে পাখির নিরাপদ আবাসস্থল গড়তে উদ্যোগ নিয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। তাঁরা গাছে গাছে হাঁড়ি বেঁধে দিয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p><img alt="হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের কুইজ" height="45" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/26-12-2024/Rif/26-12-2024-p4-7.jpg" style="float:left" width="250" />পঞ্চগড় : উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে বনাঞ্চল। ধ্বংস হচ্ছে পাখির আবাসস্থল। ফলে কমছে বিভিন্ন প্রজাতির পাখি। তাই পাখির নিরাপদ আবাসস্থল গড়তে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।</p> <p>গতকাল বুধবার জেলা শহরের জেলা পরিষদসংলগ্ন করতোয়া নদীতীরে একাত্তরের বধ্যভূমি চত্বরে বাগানের গাছে গাছে হাঁড়ি বেঁধে দেওয়া হয়। পাখিরা এসব হাঁড়িতে বাসা বেঁধে রোদ-বৃষ্টি-ঝড়ে নিরাপদে থাকবে বলে আশা বসুন্ধরা শুভসংঘের সদস্যদের।</p> <p>এ সময় বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সভাপতি ফিরোজ আলম রাজিব, অর্থ সম্পাদক মামনি আক্তার মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান, দপ্তর সম্পাদক জামিল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শারমিন আক্তার তিশা, কার্যকরী সদস্য মুরাদ হাসান, আবু সাঈদ, আশিক, ফাহিম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।</p> <p>হাতীবান্ধা (লালমনিরহাট) : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্য্যাান্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয়।</p> <p>প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু। উপস্থিত ছিলেন নর্থল্যান্ড রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহজান আলী, এনামুল হক, রেজবানুল হক, জিয়াউন নাহার, বাড়াই পাড়া প্রগতি যুব সংঘ দুর্গা মন্দিরের সভাপতি তমাল কান্তি রায়, বন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক সাজু চৌধুরী, এস মোস্তাকিন, মাসুদ বাবু, হযরত আলী, কালের কণ্ঠের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ, বসুন্ধরা শুভসংঘ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মিনহাজ হাসান মিনয়, সাধারণ সম্পাদক হিমিকা শামীম আনিকা, সাংগঠনিক সম্পাদক জয়দেব বর্মণ জয়ন্ত, সহসাংগঠনিক সম্পাদক আফিয়া ফাহমিদা এনা, সহসাংগঠনিক  সম্পাদক মোশারফ হোসেন পারভেজ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অনন্যা রায় প্রমুখ।</p> <p> </p> <p> </p>