<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা হাটের (ঢাকাইয়াপট্টি) পেরিফেরিভুক্ত সরকারি জমি দখল করে দলীয় প্রভাব খাটিয়ে ছয়তলা বাড়ি নির্মাণ করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব। নির্মাণকাজের বিরোধিতা করে স্থানীয়দের পক্ষে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রণালয়ে আবেদন করলেও তা চার বছর ধরে ধামাচাপা দিয়ে রেখেছেন ওই নেতা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পীরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা হাটের পেরিফেরিভুক্ত সরকারি জমি দখল করে ২০২১ সালে ছয় তলাবিশিষ্ট পাকা বাড়ি নির্মাণ শুরু করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব। ওই সময় (২০২১ সালের শেষের দিকে) স্থানীয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী সরকারি জমিতে ওই বাড়ির নির্মাণকাজ বন্ধ করার জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন। ভূমি মন্ত্রণালয় হাটের সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধপূর্বক সাত কার্যদিবসের মধ্যে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসককে চিঠি দেন। আওয়ামী লীগ নেতা বিপ্লব সেই সময় দলীয় প্রভাব খাটিয়ে জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়া থেকে বিরত রাখেন। চালাতে থাকেন বাড়ির নির্মাণকাজ। কিছুদিন পর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খয়রাত আলী আবারও ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে আবারও তাগাদাপত্র দেওয়া হয়। অজ্ঞাত কারণে সেটিও ধামাচাপা পড়ে। এরপর আবারও আবেদন করেন ওই মুক্তিযোদ্ধা কিন্তু কোনো কাজ হয়নি। এরই মধ্যে সরকারি জমিতে ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন ওই আওয়ামী লীগ নেতা।</span></span></span></span></span></p>