<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্কুলছাত্রী (১৫) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সালিসের ৯০ হাজার টাকা সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসিম উদ্দিন আর দেননি। এ ঘটনা ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের সিংদই কোনাপাড়া গ্রামের। গতকাল রবিবারও ওই স্কুলছাত্রী ও তার বাবা বাড়িতে ফিরেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ওই স্কুলছাত্রীর বাড়িছাড়া ও গর্ভপাতের শর্তে দুই অভিযুক্তকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় সালিসে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার দ্বিতীয়বারের মতো ওই গ্রামে গেলে জানা যায়, সালিসের পর থেকেই মেয়েটি তার বাবাকে নিয়ে অন্যত্র থাকছে। জরাজীর্ণ খুপরি ঘরের দরজায় একটি বাঁশের বেড়া দেওয়া। প্রতিবেশীরা জানায়, লোকলজ্জা ও সালিসের সিদ্ধান্তের কারণে তারা বাড়ি ছেড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন, কিন্তু মেয়েকে পাওয়া যায়নি।</span></span></span></span></span></p>