ড্রেজারের থাবায় বংশী নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি

আবু হাসান, ধামরাই (ঢাকা)
আবু হাসান, ধামরাই (ঢাকা)
শেয়ার
ড্রেজারের থাবায় বংশী নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি
বংশী নদীর প্রায় ১৫টি স্থানে এ ধরনের ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। ছবি : কালের কণ্ঠ

ঢাকার ধামরাই উপজেলার বংশী নদীর ১৫টি স্থান থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালীরা। কয়েক বছর ধরে টানা বালু উত্তোলন করায় দুই পাশের ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ঝুঁকিতে রয়েছে নদীর পারের বসতবাড়ি। প্রশাসন অভিযান চালালেও কোনো লাভ হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বংশী নদীর পানকাত্তা, শাসন, আমছিমুর, গাওতারা, বালিয়া, চৌহাট, জেঠাইল, ভাকুলিয়া, রাজাপুরসহ প্রায় ১৫টি স্থানে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। পানকাত্তা এলাকায় শাহিন, শাসন এলাকায় দোলন মিয়া, ভাকুলিয়া এলাকায় পলাশ, রাজাপুর এলাকায় সাইফুল ইসলাম বালু উত্তোলন করে আসছেন। তাঁরা বিভিন্ন গ্রামের লোকজনের নিচু জমি, খাদ ও পুকুর ভরাট করে দিচ্ছেন লাখ লাখ টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে অন্যের জমি ভরাটের জোগান দিতে গিয়ে সাধারণ মানুষকে গৃহহীন ও ভূমিহীন করা হচ্ছে।

দিনরাত সমানতালে বালু উত্তোলন চলমান রয়েছে। বালু উত্তোলনের ফলে নদীতীরের ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এখন দলীয় সরকার ক্ষমতায় না বসলেও বিএনপির নেতাকর্মীদের মদদে বংশী নদী থেকে মাটি উত্তোলন করা হচ্ছে।
মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও বন্ধ হচ্ছে না। কারণ হিসেবে স্থানীয়রা বলেন, অভিযানে কাউকে না পেয়ে শুধু বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়। কিন্তু কোনো মামলা দেওয়া হয় না। মামলা দিলে অবৈধ বালু উত্তোলন বন্ধ হতো। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশে এই বালু উত্তোলন করা হচ্ছে।

ভুক্তভোগী আবুল কাসেম বলেন, প্রায় ১০-১২ বছর ধরে পানকাত্তা এলাকায় মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে আমারসহ প্রায় ১৫-২০ জন কৃষকের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষমতার প্রভাবে বছরের পর বছর আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন লিটন বালু উত্তোলন করেছেন। আর এখন উত্তোলন করছে বিএনপি নামধারী শাহিন গং।

উপজেলা ভূমি অফিস থেকে জানা গেছে, ২০১২ সালে বংশী নদীর বালুমহাল নিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে নাড়ি-ভুঁড়ি বের করে দেওয়া হয়। এরপর বালুমহাল ইজারা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এর পর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলছে প্রভাবশালী মহল।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

কুচকাওয়াজ

শেয়ার
কুচকাওয়াজ
স্বাধীনতা দিবসে রংপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ পরিদর্শন করার আগে সালাম গ্রহণ করছেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। অভিযোগের চার ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, হাটদৌল রনি, রাজিব এবং মোস্তফা।

ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রেমের সূত্রে গত ৫ মার্চ রাতে কৌশলে এক তরুণীকে তাঁর বাড়ি থেকে পাশের এক নির্জন স্থানে নিয়ে মেহেদী ও তাঁর আরো তিন বন্ধু মিলে ধর্ষণ করেন। পরে ওই তরুণীর মা বাদী হয়ে গত ২৫ মার্চ বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সিংড়া থানা এলাকা থেকে মেহেদী, রনি ও মোস্তফাকে এবং রাজিবকে বাগাতিপাড়া হতে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

ভাঙ্গায় ঈদের কেনাকাটার জন্য চাহিদামতো টাকা না পাওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী শিরিনা বেগম (২৫) আত্মহত্যা করেছেন। ভাঙ্গা থানার পুলিশ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। শিরিনা বেগম এক ছেলে ও এক মেয়ের মা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শিরিনা বেগমকে তাঁর শাশুড়ি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রান্নাঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করে সবাইকে ডাকেন। বাড়ির লোকজন ওই গৃহবধূর ঝুলন্ত দেহ নামান। এ সময় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মন্তব্য
সংক্ষিপ্ত

মশা নিয়ন্ত্রণে পরীক্ষামূলক বিটিআই লার্ভিসাইড প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
মশা নিয়ন্ত্রণে পরীক্ষামূলক বিটিআই লার্ভিসাইড প্রয়োগ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নগরীর ১৭ নম্বর (বাকলিয়া) ওয়ার্ডের সৈয়দ শাহ রোডের সামনের খালে পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, মশা নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন ধরনের কীটনাশকের কার্যকারিতা বিশ্লেষণ করছি।

বিটিআই লার্ভিসাইড একটি পরীক্ষিত পদ্ধতি, যা যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে মশার লার্ভা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। ঢাকায় এই প্রযুক্তি প্রয়োগের পর এবার আমরা চট্টগ্রামে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করছি। পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের কার্যকারিতা মূল্যায়নের পর এটি নগরজুড়ে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন মেয়র।

মন্তব্য

সর্বশেষ সংবাদ