সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটকরা আবারও রয়েল বেঙ্গল টাইগার দেখেছেন। বাগেরহাট জেলাধীন সুন্দরবন পূর্ব বিভাগের বড় কটকা এলাকার খালে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পর্যটকরা একটি বাঘ দেখতে পান। পূর্ণবয়স্ক ওই বাঘটি সাঁতরে খাল পার হচ্ছিল বলে পর্যটকরা জানালেন। এ নিয়ে এক মাসের মধ্যে সুন্দরবনে পর্যটকরা চারটি বাঘ দেখতে পেয়েছেন।
জানা গেছে, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং ধরা নামে দুটি সংগঠন যৌথভাবে সুন্দরবন ভ্রমণের মধ্য দিয়ে আগামী এক বছরে তাদের কর্মপরিকল্পনা গ্রহণের জন্য কর্মশলার আয়োজন করে। নারী-পুরুষ, শিশুসহ ৪১ জন অংশগ্রহণকারীকে নিয়ে ‘দ্য সেইল’ নামে জলযানটি তিন দিনের ভ্রমণে গত সোমবার মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়। জলযানটি মঙ্গলবার সকাল ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা খাল দিয়ে কচিখালী যাওয়ার পথে বড় কটকা খালের মুখে পৌঁছলে পর্যটকরা ওই বাঘকে সাঁতরে খাল পার হতে দেখেন। জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কারী শরীফ জামিল জানান, বিগত ২০ বছরে তিনি ৫০ বারের বেশি সুন্দরবন ভ্রমণ করেছেন।
কিন্তু এই প্রথম নিজের চোখে সামনাসামনি বাঘ প্রত্যক্ষ করেছেন।