সুন্দরবনে ফের বাঘের দেখা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
সুন্দরবনে ফের বাঘের দেখা

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটকরা আবারও রয়েল বেঙ্গল টাইগার দেখেছেন। বাগেরহাট জেলাধীন সুন্দরবন পূর্ব বিভাগের বড় কটকা এলাকার খালে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে পর্যটকরা একটি বাঘ দেখতে পান। পূর্ণবয়স্ক ওই বাঘটি সাঁতরে খাল পার হচ্ছিল বলে পর্যটকরা জানালেন। এ নিয়ে এক মাসের মধ্যে সুন্দরবনে পর্যটকরা চারটি বাঘ দেখতে পেয়েছেন।

জানা গেছে, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং ধরা নামে দুটি সংগঠন যৌথভাবে সুন্দরবন ভ্রমণের মধ্য দিয়ে আগামী এক বছরে তাদের কর্মপরিকল্পনা গ্রহণের জন্য কর্মশলার আয়োজন করে। নারী-পুরুষ, শিশুসহ ৪১ জন অংশগ্রহণকারীকে নিয়ে দ্য সেইল নামে জলযানটি তিন দিনের ভ্রমণে গত সোমবার মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়। জলযানটি মঙ্গলবার সকাল ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা খাল দিয়ে কচিখালী যাওয়ার পথে বড় কটকা খালের মুখে পৌঁছলে পর্যটকরা ওই বাঘকে সাঁতরে খাল পার হতে দেখেন। জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কারী  শরীফ জামিল জানান, বিগত ২০ বছরে তিনি ৫০ বারের বেশি সুন্দরবন ভ্রমণ করেছেন।

কিন্তু এই প্রথম নিজের চোখে সামনাসামনি বাঘ প্রত্যক্ষ করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
শেয়ার
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ

হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ার জানখালী জেলেপল্লীর স্কুলপড়ুয়া সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লীর ১০০ পরিবারের শিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডলস, ট্যাং, বাদাম, কিশমিশ, চিড়া ওমুড়ি বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে স্থানীয় উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তাসকিয়া আক্তার বলে, এক বাক্স ঈদের উপহার পেয়ে আমরা অনেক খুশি।

আমাদের অনেক উপকার হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

মন্তব্য

বাঁশখালীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বাঁশখালীতে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় গতকাল শুক্রবার সকাল ৮টায় ঘটনাটি ঘটে। দোকানিরা আসন্ন ঈদের আগে বেচাকেনার উদ্দেশে ধারকর্জ করে বিভিন্ন ধরনের মাল মজুদ করেছিল বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন শওকত আলী মিষ্টির দোকান, জাকারিয়ার কুঠির শিল্পের দোকান, মো. কালু, এন্তুু মিয়া ও মো. নেছারের শুঁটকির দোকান।

বাঁশখালীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

মন্তব্য

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ম্যানেজার

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ম্যানেজার

গ্রাহকদের কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার লালমাই উপজেলার এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেটের ম্যানেজার কার্তিক চন্দ্র বণিকের (২৬) বিরুদ্ধে। গত ছয় দিন ধরে দোকান বন্ধ রেখে তিনি পলাতক রয়েছেন। ক্ষতিগ্রস্তরা টাকা ফেরতের দাবি জানিয়েছে। জানা যায়, চার-পাঁচ বছর আগে হরিশ্চর বাজারের মোস্তফা কামাল মজুমদার সুজন তাঁর দোকানের পাশের একটি কক্ষে এনআরবিসি ব্যাংকের এজেন্ট আউটলেট চালু করে কার্তিক চন্দ্র বণিককে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।

ব্যবসায়ী, কর্মচারীরা ছাড়াও স্থানীয় হরিশ্চর, খলিলপুর, জগত্পুর, বাকই এলাকার মানুষ সুজনের অনুরোধে এজেন্টে টাকা জমা দিতে থাকেন। কিন্তু গত ১৬ মার্চ দুপুরে গ্রাহকরা দোকানে এসে দেখেন গেটে তালা ঝুলছে। লালমাই থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, কার্তিক চন্দ্র বণিক নামের এক যুবক নিখোঁজ হয়েছেন মর্মে তাঁর বাবা থানায় জিডি করেছেন। তাঁর সর্বশেষ অবস্থান পেয়েছি পঞ্চগড় জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়।

এনআরবিসি ব্যাংক, লাকসাম শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, হরিশ্চর বাজার এজেন্ট আউটলেটে আমরা কোনো ব্যবস্থাপক নিয়োগ দিইনি। আমাদের একমাত্র প্রতিনিধি মজুমদার ট্রেডার্সের মালিক মোস্তফা কামাল মজুমদার সুজন।

মন্তব্য

দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ছয় দফা দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। এ সময় তাঁরা রাস্তার ওপরেই জুমার নামাজ আদায় করেন। এতে পঞ্চগড় হয়ে দিনাজপুর দিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন পর্যন্ত রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আন্দোলনরতরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করে গত বুধবার (১৯ মার্চ) ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন।

এখনো তাঁদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়নি। তাই তাঁরা গতকাল শুক্রবার দিনাজপুর শহরের পৌরসভার সামনে রেলক্রসিংয়ের ওপর অবস্থান নিয়েছেন। সিভিল শাখার সপ্তম সেমিস্টারের ছাত্র শোয়েব বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ