চকরিয়া থানার বাউন্ডারি লাগোয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টা পেরোতেই বিএনপি নেতাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত কিছু টাকাও। গতকাল রবিবার পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নয়ন চৌধুরী, ঘাটপাড়ার ইসমাইল (৩৫) ও দক্ষিণ বাটাখালী এলাকার হানিফ (৪৩)।
পুলিশ জানায়, প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে শনিবার ভোররাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় প্রবাসীর স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার লুটে নেয়। আশপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে হানিফ নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, তিন ডাকাতকে জেলহাজতে পাঠান বিচারক।