চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে ১২টা থেকে গতকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত অভিযানে তাঁদের চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মাহামুদুল ইসলাম মুন্না (৩৫), ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহসম্পাদক জসিম উদ্দিনসহ ৩৪ জন।