জবাই করা ৬৯৭ পাখি উদ্ধার, গ্রেপ্তার ৩

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
জবাই করা ৬৯৭ পাখি উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সামনে থেকে গত মঙ্গলবার মধ্যরাতে ৬৯৭টি জবাই করা বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি আনোয়ারা থানা পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার তিন পাচারকারীর বিরুদ্ধে বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, উদ্ধার জবাই করা পাখির মধ্যে রয়েছে ৪২২টি চড়ুই পাখি, ১৪০টি বাবুই পাখি এবং ১৩৫টি শালিক পাখি। জবাই করা পাখি পাচারের অভিযোগে পটিয়া উপজেলার মৃত আব্দুস ছোবাহানের ছেলে ছৈয়দুল আলম (৬০), মৃত বাচা মিয়ার ছেলে ইদ্রিস (৬৫) এবং আব্দুল মান্নানের ছেলে সোহেলকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য বলেন, পাখি পাচারকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল ৭৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল ৭৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীসহ ৭৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় আরো ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের চকবাজার থানায় মামলাটি করেছেন উপপরিদর্শক এনামুল হক। গত ২৫ মার্চ সন্ধ্যায় চট্টেশ্বরী মোড় এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটি কালীমন্দির ঘেঁষে এম এম আলী সড়কের দিকে চলে যায়। মিছিলটির একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়।

 

মন্তব্য

অস্ত্র-গুলিসহ পাঁচ জলদস্যু আটক

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
অস্ত্র-গুলিসহ পাঁচ জলদস্যু আটক

ভোলার তজুমদ্দিন উপজেলায় সাতটি দেশি আগ্নেয়াস্ত্র, চারটি রকেট ফ্লেয়ার ও চার রাউন্ড গুলিসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. হারুন দফাদার (৫০), মো. রুবেল (২৬), মো. কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও মো. ফেরদৌস ওরফে হেজু (৪০)।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

নানাবাড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
নানাবাড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢাকার দোহারে নানাবাড়িতে বেড়াতে এসে রাইসা (৮) ও সামিয়া (৮) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা আপন খালাতো বোন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দোহার খালপার এলাকায় ঘটনাটি ঘটে। রাইসা উপজেলার ঘাড়মোড়া এলাকার মুকসেদের মেয়ে ও সামিয়া নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার সামসুল হক বেপারীর মেয়ে।

স্থানীয়রা জানায়, গত সোমবার সকালে ঈদ উপলক্ষে নানাবাড়ি দোহার খালপাড়ে বেড়াতে আসে রাইসা ও সামিয়ার পরিবার। গতকাল দুপুর ১টার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে ডুবে যায় তারা। দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

বালু উত্তোলন বন্ধ দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বালু উত্তোলন বন্ধ দাবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা তীরবর্তী চর-আলাতুলী, শাজাহানপুর ও দেবীনগর ইউনিয়নের নদীভাঙন রোধ করতে চর-আলাতুলীর রানীনগর এলাকার বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বাসিন্দারা। ভাঙন থেকে এলাকা রক্ষায় মহলটি ফের ইজারা না দেওয়ারও দাবি জানিয়েছেন।

গতকাল দুপুর সোয়া ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই তিন ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ