চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সামনে থেকে গত মঙ্গলবার মধ্যরাতে ৬৯৭টি জবাই করা বিভিন্ন দেশীয় প্রজাতির পাখি আনোয়ারা থানা পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার তিন পাচারকারীর বিরুদ্ধে বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, উদ্ধার জবাই করা পাখির মধ্যে রয়েছে ৪২২টি চড়ুই পাখি, ১৪০টি বাবুই পাখি এবং ১৩৫টি শালিক পাখি। জবাই করা পাখি পাচারের অভিযোগে পটিয়া উপজেলার মৃত আব্দুস ছোবাহানের ছেলে ছৈয়দুল আলম (৬০), মৃত বাচা মিয়ার ছেলে ইদ্রিস (৬৫) এবং আব্দুল মান্নানের ছেলে সোহেলকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।