ফজরের পর থেকে লাইনে অপেক্ষা। অগ্রিম টাকা দিয়ে টোকেন হাতে অপেক্ষায় সবাই। গত শুক্রবার গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদের আততাকওয়া মসজিদসংলগ্ন এলাকায় দীর্ঘ লাইনে এমন অপেক্ষা ছিল ঘোড়ার মাংস কিনতে। কেউ এসেছেন ‘দাম কম’ শুনে।
ফজরের পর থেকে লাইনে অপেক্ষা। অগ্রিম টাকা দিয়ে টোকেন হাতে অপেক্ষায় সবাই। গত শুক্রবার গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দ্রাবাদের আততাকওয়া মসজিদসংলগ্ন এলাকায় দীর্ঘ লাইনে এমন অপেক্ষা ছিল ঘোড়ার মাংস কিনতে। কেউ এসেছেন ‘দাম কম’ শুনে।
তিন মাস আগে ঘোড়ার মাংস বিক্রির প্রচলন শুরু করেন এলাকার দুই বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন। দুবাই ভ্রমণে গিয়ে ঘোড়ার মাংস খেয়ে আকৃষ্ট হন তাঁরা। দেশে ফিরে নিজেরা খাওয়ার জন্য প্রথমে ঘোড়া কিনে এনে জবাই করে মাংস ভাগ করে নেন। জামালপুর, কুড়িগ্রাম এসব জেলা থেকে কিনে আনা হয় ঘোড়া।
নরসিংদী শহরের ব্রাহ্মণদি এলাকা থেকে আসা শফিকুল ইসলাম বলেন, ‘আগে কখনো ঘোড়ার মাংস খাইনি। শুনেছি মধ্যপ্রাচ্যে এটি জনপ্রিয়। দেশেই পাওয়া যায় শুনে সকাল ৮টার দিকে কিনতে এসেছি স্বাদ টেস্ট করব ভেবে। টাকা দিয়ে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছি। এখনো মাংস হাতে পাইনি।’
টঙ্গীর এরশাদ নগর থেকে আসা আলেয়া খাতুন (৫০) বলেন, ‘এক কেজি গরুর মাংস ৮০০ টাকা। আমরা স্বল্প আয়ের মানুষ। গরুর মাংস কিনে খেতে পারি না। সেই তুলনায় ঘোড়ার মাংসের দাম অনেক কম। শুনেছি স্বাদও গরুর মতোই। তাই কিনতে এসেছি।’
মাংস বিক্রেতা নূরুল্লাহ মামুন বলেন, ‘ভোর থেকে দূর-দূরান্ত এমনকি বাইরের জেলা থেকে লোকজন ঘোড়ার মাংসের জন্য এসেছেন। ভিড়ের কারণে টোকেন ও লাইনের ব্যবস্থা করতে হয়েছে। দুপুর পর্যন্ত ১৪টি ঘোড়া জবাই হয়েছে। এখনো অনেক লোক টাকা দিয়ে অপেক্ষা করছেন। ঘোড়ার মাংস হালাল না হারাম, এই নিয়ে মানুষের মধ্যে মতভেদ থাকায় শুরুতে চাহিদা কম ছিল। এখন সবাই জেনে গেছে ধর্মীয় দৃষ্টিতে ঘোড়ার মাংস খেতে সমস্যা নেই। চাহিদার কারণে আজ শনিবারের জন্য কিছু টোকেন অগ্রিম দেওয়া হয়েছে।’
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ বাশজানী গ্রামের আনন্দবাজার এলাকায় একদল মাদক কারবারিকে ধাওয়া করে এসব ইয়াবা জব্দ করেন বিজিবি সদস্যরা। বিজিবি জানিয়েছে, শনিবার বিকেলের দিকে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলকারী দল আনন্দবাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
ধামরাই থানাসংলগ্ন কালের কণ্ঠের সাংবাদিকের বাসায় ঢুকে তাঁর ছেলেকে অজ্ঞান করে আসবাবপত্র তছনছ করে সোয়া দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধামরাই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের দৌরাত্ম্য। রাতের আঁধারে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে অবাধে বিক্রি করা হচ্ছে। বাদ যাচ্ছে না সরকারি খাসজমিও। এতে ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।
যশোরের কেশবপুরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে এক কৃষকের ৯৩ শতক জমির বোরো ধান। গত বুধবার রাতের আঁধারে ঘাস মারা ওষুধ দিয়ে বোরো ক্ষেতটি পুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানিয়েছেন, ওই ক্ষেতের ধান কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না। ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক।