ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে ও তা বন্ধের দাবিতে মানববন্ধন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীসহ অন্য ভুক্তভোগীরা। গতকাল শনিবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডে তাঁরা ওই কর্মসূচি পালন করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশের দোকান ও বাস কাউন্টার থেকে নিয়মিত চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীসহ অন্য ভুক্তভোগীরা গতকাল সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধ করেন। মানববন্ধনকারীরা এক পর্যায়ে মহাসড়কে নেমে আসেন এবং প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন।