চারটি মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রবিবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম।
ঝালকাঠি আইনজীবী সমিতিতে হামলা, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেনের বাড়িতে হামলার ঘটনার মামলাসহ ছয়টি মামলার আসামি তিনি।