রামপালে একটি সেতুর নির্মাণকাজ ফেলে রেখে ৭৯ লাখ টাকা উত্তোলন করে ঠিকাদার দীর্ঘদিন ধরে লাপাত্তা রয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার কুমলাই পূর্বপাড়া বিলেরহাট জামে মসজিদসংলগ্ন পবনতলা খালের ওপর স্থানীয় সরকার অধিদপ্তর রামপাল ২৫ মিটার দৈর্ঘ্যের আরসিসি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। নির্মাণ ব্যয় বরাদ্দ ছিল দুই কোটি ৫৭ লাখ ৮১ হাজার ২১৬ টাকা। মোংলার আ. হাই সড়কের মেসার্স ইকবাল এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান সেতুটি নির্মাণের দায়িত্ব পায়।
পরবর্তী সময়ে মেসার্স ইকবাল বাগেরহাটের ঠিকাদার কামরুল ইসলামের কাছে কাজটি হস্তান্তর করে। কামরুল ইসলাম এ পর্যন্ত ৩৫-৪০ ভাগ কাজ শেষ করে দীর্ঘদিন লাপাত্তা রয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করে।
মেসার্স ইকবাল এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল হোসেন বলেন, ‘কামরুল ইসলাম এভাবে আমাকে সমস্যায় ফেলবে, এটা বুঝতে পারিনি।’
ঠিকাদার কামরুল ইসলাম বলেন, ‘অল্প দিনের মধ্যে সাটারিংয়ের কাজ শুরু করা হবে।
’ কাজ শেষ না করে কিভাবে দুই কোটি টাকার বিল উত্তোলন করেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘দুই কোটি নয়, ৭৯ লাখ টাকা তোলা হয়েছে।’
রামপাল উপজেলা প্রকৌশলী জানান, ঠিকাদারকে যথাসময়ে কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে।