যশোরের কেশবপুরে পাঁচটি বিলের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত সরকারি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে বন্ধ করা হয়েছে। ওই কালভার্ট দিয়ে কেশবপুরের বলধালি, হাবাসপোল, মধ্যকুল এবং মণিরামপুরের হাসাডাঙ্গা ও আটঘরা বিলের পানি নিষ্কাশিত হয়ে থাকে। যশোর-চুকনগর সড়কের কেশবপুর পৌরসভার মধ্যকুল আমতলায় কালভার্টটি অবস্থিত।
অভিযোগ উঠেছে, এলাকার প্রভাবশালী একটি মহলের ইন্ধনে ওই স্থান সংলগ্ন জমিতে ভবন নির্মাণের জন্য মাটি ভরাট করে কালভার্টটির মুখ বন্ধ করা হচ্ছে।