টাঙ্গাইলের মির্জাপুরে চার ব্যবসায়ীকে গুলি করে ৭৮ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত শনিবার সন্ধ্যায় গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জেবুর মিয়া শনিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছেন।
জানা যায়, গত শনিবার সাপ্তাহিক হাটে ভুক্তভোগী ব্যবসায়ীরা ২৮টি মহিষ বিক্রি করে টাকা নিয়ে প্রাইভেট কারে হাট থেকে বাড়ির উদ্দেশে রওনা করেন।