প্রতিবছরের মতো এবারও নওগাঁর ঠাকুর মান্দার জমিদার অমিত রায় (ইসলাম ধর্ম গ্রহণের পর নাম নেন মাহবুব ইসলাম) উত্তরসূরি অশোক রায়ের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত রবিবার ঠাকুর মান্দার জমিদারবাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মাহবুব ইসলামের ছেলে অশোক রায় বাপ্পি, দেবাশীষ রায় প্রমুখ।
।