মাদারীপুরে খালের পানিতে জেলেদের ফাঁদে ধরা পড়ল কুমির। গতকাল শনিবার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে। কুমির দেখতে সেখানে ভিড় করে উত্সুক জনতা। পরে এটিকে পিটিয়ে হত্যা করা হয়।
মাদারীপুরে খালের পানিতে জেলেদের ফাঁদে ধরা পড়ল কুমির। গতকাল শনিবার দুপুর ১টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে। কুমির দেখতে সেখানে ভিড় করে উত্সুক জনতা। পরে এটিকে পিটিয়ে হত্যা করা হয়।
জানা যায়, সম্প্রতি কালকিনির আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরে কুমির দেখতে পাচ্ছিল স্থানীয়রা। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনও মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করে দেয়। এরপর সতর্ক অবস্থানে থাকে বাসিন্দারা। শনিবার দুপুরে কালকিনির নতুন আন্ডারচরের আড়িয়াল খাঁ নদের সংযোগ খালে কুমির দেখতে পায় এলাকাবাসী।
মাদারীপুরের বন বিভাগের ইদ্রিস হাওলাদার বলেন, ‘সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডার গ্রামের আড়িয়াল খাঁ নদীতে কুমির দেখতে পেয়ে এলাকার লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। এখন আমরা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি।’
সম্পর্কিত খবর
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহন বেড়েছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। গতকাল শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন আল্পনা ইয়াসমিন। সরেজমিনে গিয়ে জানা যায়, যাত্রী যাবেন রাজশাহী থেকে ফেনী, কিন্তু যাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার ৮০০ টাকা।
মাত্র পাঁচ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার। গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায় জুলুমবস্তি’ এই ঈদ বাজারের আয়োজন করে। সহায়তা পাওয়া জরিনা বেগম বলেন, ‘আমার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে সংসার চালাই।